ঢাকা | এপ্রিল ২, ২০২৫ - ২:৫৭ পূর্বাহ্ন

ইঞ্জিনিয়ার শাকিলকে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা

  • আপডেট: Thursday, March 27, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: তরুণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিলকে আগামী সিটি নির্বাচনে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন রাজশাহী মহানগর জামায়াতের নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার বিকালে জামায়াতের ১৫ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শেষে কাউন্সিলর প্রার্থী হিসেবে শাকিলের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মাহবুব আহসান বুলবুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইবিডব্লিউএফ সভাপতি একে এম সারোয়ার জাহান পিন্স, গোলাম মোস্তফা, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, বোয়ালিয়া মডেল থানা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ এলাকার নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিগণ। এ আয়োজনে এলাকার জনগণ মাহে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনেন এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করে একে অপরকে শুভেচ্ছা জানান।