ঢাকা | মে ১৩, ২০২৫ - ১১:৩৫ অপরাহ্ন

আজ থেকে টানা ৯ দিন ঈদের ছুটি শুরু

  • আপডেট: Thursday, March 27, 2025 - 10:22 pm

সোনালী ডেস্ক: পবিত্র ঈদুল-ফিতরের আগে গতকাল বৃহস্পতিবার শেষ অফিস করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আজ

শুক্রবার থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের সরকারি ছুটি কাটাবেন চাকরিজীবীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে। তবে ৩১ মার্চ ঈদুল-ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার।

ঈদ উপলক্ষে এই বছর পাঁচ দিনের ছুটি দেয়া হচ্ছে। ২৮ মার্চ শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত।

এর মাঝে ৩ এপ্রিল অফিস খোলা ছিল। কিন্তু সরকার ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দু’দিনের সাপ্তাহিক ছুটি। সে ক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Hi-performance fast WordPress hosting by FireVPS