ঢাকা | এপ্রিল ২, ২০২৫ - ২:৫৯ পূর্বাহ্ন

নগরীতে ডেভিল হান্টের ৫ জনসহ গ্রেপ্তার ১৫

  • আপডেট: Thursday, March 27, 2025 - 11:50 pm

স্টাফ রিপোর্টার: গতকাল বৃহস্পতিবার মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৫ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৫ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৫ জন গ্রেপ্তার হয়েছে।

এছাড়াও আরএমপির অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং অন্যান্য অপরাধে ৩ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ খান (৬৮), মনিরুল ইসলাম (২৯), মিঠুন (৩৬), নাজমুল (৩২) ও সাহেদা বেগম (৩৫)। আব্দুল্লাহ খান রাজশাহী নগরীর কাশিয়াডাঙা থানার গুড়িপাড়া এলাকার মৃত আলাউদ্দিন খানের ছেলে।

সে রাজশাহী জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি। মনিরুল ইসলাম ও মিঠুন একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে, নাজমুল মৃত এনামুল হকের ছেলে এবং সাহেদা বেগম রতনের স্ত্রী। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।