সড়ক দুর্ঘটনায় ‘অলৌকিকভাবে’ বেঁচে গেলেন সৌনু সৌদের স্ত্রী

অনলাইন ডেস্ক : বলিউডের মানবিক অভিনেতা সোনু সৌদের স্ত্রী সোনালী সৌদ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। ভারতের মুম্বাই-নাগপুর হাইওয়েতে ঘটে এ দুর্ঘটনা।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে সোমবার। সেসময় সোনালীর সঙ্গে গাড়িতে ছিলেন তার বোন এবং বোনের ছেলে। গাড়িটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
সোনালী বর্তমানে নাগপুরে রয়েছেন এবং সোনু মঙ্গলবার সকালে নাগপুর পৌঁছেছেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-কে সোনু বলেন, ‘সোনালী এখন ভালো আছেন। একেবারে ‘অলৌকিকভাবে’ রক্ষা পেয়েছেন।
সোনালী ও তার ভাগ্নে বর্তমানে নাগপুরের ম্যাক্স হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। সোনালীর বোন সামান্য আহত হয়েছেন এবং বিপদমুক্ত আছেন।
তিন বছর আগে পাঞ্জাবের মোগা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ১৯ বছর বয়সি এক ছেলেকে রক্ষা করেন সোনু সৌদ। দুর্ঘটনাটি ঘটে একটি ফ্লাইওভারে, যেখানে সোনু নিজে উপস্থিত ছিলেন।
গাড়ির অবস্থা দেখে তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছেলেটিকে উদ্ধার করেন। গাড়ির ভেতর ছেলেটি ছিল অচেতন। গাড়িটির সেন্ট্রাল লক থাকায় ভেতর থেকে বের করা কঠিন হয়ে দাঁড়ায়, তবে কিছু সময়ের মধ্যে তাকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেই ছেলেটি সময়মতো চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ওঠে। এর আগেও সোনু সৌদ কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ের সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।