ঢাকা | মার্চ ২৯, ২০২৫ - ১০:৫৬ অপরাহ্ন

শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান মিলনের

  • আপডেট: Wednesday, March 26, 2025 - 9:00 pm

মোহনপুর প্রতিনিধি: শৃঙ্খলা বজায় রেখে দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং মহানগরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

আজ বুধবার বিকেলে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল হক মিলন বলেন, “বাংলাদেশের জনগণ চার-চার বার তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। বিএনপি হচ্ছে এদেশের মা, মাটি এবং মানুষের দল। জনগণই হচ্ছে বিএনপির ক্ষমতা এবং সক্ষমতার প্রধান উৎস। এই মুহূর্তে আমাদের দলের নেতাকর্মীদের অত্যন্ত সুশৃংখল এবং ধৈর্য ধারণ করে আগামীর পথ চলতে হবে। ”

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন, কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খরিফুর রহমান, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদের মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও শাহীন আকতার শামসুজ্জোহা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক যুগ্ন আহবায়ক আহসান হাবিব, কেশরহাট পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক নয়ন আলম শাহ্, উপজেলা  ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিবুল হাসান লিটন, ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনসার আলী, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক রেজাউল হক, মৌগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

ইফতারের আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।