ঢাকা | এপ্রিল ১, ২০২৫ - ৬:০৯ পূর্বাহ্ন

গণহত্যা দিবসে রাজশাহী থিয়েটারের মোমবাতি প্রজ্বলন

  • আপডেট: Tuesday, March 25, 2025 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাজশাহী থিয়েটারের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন ও নিরবতা পালন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী থিয়েটার আলুপট্রি চত্বরে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের বিভাগীয় সমন্বয়ক ও রাজশাহী থিয়েটার আহ্বায়ক কমিটির সদস্য নিতায় কুমার সরকার, শামসুন্নাহার লিপি, অঙ্কুশ দাসসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।