ঢাকা | এপ্রিল ৩, ২০২৫ - ২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

রাবির প্রফেসর মুসতাক এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

  • আপডেট: Tuesday, March 25, 2025 - 10:21 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ও প্রাক্তন সভাপতি মুসতাক আহমেদ সভাপতির দায়িত্বে থাকাকালীন সময়ে বিভাগের আয়-ব্যয়ের নিরীক্ষার বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন এবং তাঁর বিরুদ্ধে বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আনীত অভিযোগসমূহ খতিয়ে দেখে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের জন্য গঠিত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে কতিপয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

এসব ব্যবস্থার মধ্যে আছে, পরবর্তী পদোন্নতির তারিখ হতে ৫ বছরের জন্য তাঁর পদোন্নতি ও বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে। তিনি ৫ বছর কোনো একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না। বিভাগের পাওনাদি পত্র ইস্যুর ১৫ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে।

৫ বছর তিনি অন্য কোথাও চাকুরি বা খণ্ডকালীন শিক্ষকতা/কোনো দায়িত্ব পালন করতে পারবেন না ও এই ৫ বছর সক্রিয় চাকুরি হিসেবেও গণ্য করা হবে না। ৯ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত রাবি সিন্ডিকেটের ৫৩৭তম সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

Proudly Designed by: Softs Cloud