ঢাকা | এপ্রিল ১, ২০২৫ - ৬:১৮ পূর্বাহ্ন

রাজশাহী বেকারি মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট: Tuesday, March 25, 2025 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বেকারি মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল হোটেল ওয়ারিশানে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহ্ফিলে সভাপতিত্ব করেন রাজশাহী বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা। দোয়া পরিচালনা করেন সাহেববাজার বড় মসজিদের পেশ ইমাম আঃ গনি।

ইফতার ও দোয়া মাহফিলে অতিথি ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।

রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি আলী আশরাফ খোকন ও সহ-সভাপতি বিমল কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, সহ-সভাপতি মমতাজ উদ্দিন, পরিবেশক সমিতির নির্বাহী সদস্য চন্দন কুমার সরকার, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মজিবর রহমান, ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার, বাংলাদেশ ক্ষুদ্র শিল্প মালিক সমিতি রাজশাহী শাখার সহ-সভাপতি আঃ রাজ্জাক নয়ন, সিটি কর্পোরেশন গোস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার আলী, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।