ঢাকা | মার্চ ২৬, ২০২৫ - ৫:৪৮ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

  • আপডেট: Tuesday, March 25, 2025 - 12:00 am

স্টাফ রিপোর্টার: সোমবার নানা আয়োজনে রাজশাহীতে “বিশ্ব যক্ষ্মা দিবস” পালন করা হয়।

প্রতিবছরের ন্যায় এবছরেও রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী জেলায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে পরিচালক(স্বাস্থ্য), রাজশাহী বিভাগ, রাজশাহী ও সিভিল সার্জন, রাজশাহী এর উদ্যোগে এক র‌্যালি ও র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন অফিস এর সামনে থেকে র‌্যালি শুরু করে রাজশাহী সদর হাসপাতাল ( ডেন্টাল ইউনিট)হয়ে বরেন্দ্র জাদুঘর মোড় ঘুরে মনিচত্বর হয়ে পুনরায় সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়।

র‌্যালিতে পরিচালক (স্বাস্থ্য)এর কার্যালয়, সিভিল সার্জন অফিস, বক্ষব্যাধি হাসপাতাল, ব্যক্ষব্যাধি ক্লিনিক, রাজশাহী মেডিকেল, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী কেন্দ্রীয় কারাগার, ব্র্যাক, আইসিডিডিআরবি, ডেমিয়েন ফাউন্ডেশন, তিলোত্তমা, রিক, আপস, এসএমসি, বাডাস, ডাসকো, সেভ দি চিলড্রেনসহ সরকারী-বেসরকারী সংস্থা সমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলার সিভিল সার্জন- ডা.এস.আই.এম রাজিউল করিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় পরিচালক স্বাস্থ্য এর কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে উপ-পরিচালক(স্বাস্থ্য) ডা. হাবিবুর রহমান।

সভায় বক্তব্য রাখেন, রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মজিবুর রহমান, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি রাজশাহী বিভাগের বিভাগীয় টিবি এক্সপার্ট-ডা. সাইফুল ইসলাম, রাজশাহী বক্ষব্যাধি ক্লিনিক এর জুনিয়র কনসালটেন্ট ডা. জান্নাতুল রায়হান, ব্র্যাকের  ডিভিশনাল ম্যানেজার -মো: সাইফুল ইসলাম প্রমুখ।