রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপনের কর্মসূচি

অনলাইন ডেস্ক : বিভাগীয় নগরী রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামীকাল প্রত্যুষে রংপুর পুলিশলাইন্স মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে।
সূর্যোদয়ের সঙ্গে-সঙ্গে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই সময়ে সব সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৯টায় রংপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা/মুক্তিযুদ্ধকালীন শহীদ পরিবার/শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনার আয়োজন করা হবে। বেলা ১১টা ৩০ মিনিটে একই স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
এছাড়া সুবিধাজনক সময়ে জেলার সব হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পর্যায়ের স্ব-স্ব প্রতিষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে নির্ধারিত সময়ে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এ ছাড়াও জেলার সব মসজিদে বাদ জোহর এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সূত্র: বাসস