ঢাকা | মার্চ ২৬, ২০২৫ - ৫:২০ পূর্বাহ্ন

যে ঘটনার পর আর হলে গিয়ে কখনো সিনেমা দেখেননি ববিতা

  • আপডেট: Tuesday, March 25, 2025 - 12:08 pm

অনলাইন ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা ববিতা। প্রতিবার চেষ্টা করেন ছেলের সঙ্গে কানাডায় ঈদ করতে। তবে এবার তিনি ঢাকাতেই ঈদ করবেন বলে জানিয়েছেন। ববিতা জানান, কিছুদিন আগেই তিনি দেশে ফিরেছেন। আগামী ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

নায়িকা বলেই ঈদ তার জীবনে নস্টালজিয়ার বৃষ্টি হয়ে নামে। কত শত স্মৃতি মনে ভেসে উঠে ববিতার। কৈশোর পেরুনো সেই বয়স থেকেই সিনেমায় কাজ করে আসছেন। ঈদে মুক্তি পেত সিনেমা। সেইসব সিনেমা নিয়ে চলতো উৎসব। এখন আর সেই দিন নেই। সিনেমাও করেন না ববিতা।

তবে এখনো সিনেমা মুক্তি পায় আগের মতোই। নতুন প্রজন্মের তারকাদের এসব সিনেমা কি হলে গিয়ে দেখা হয় ববিতার? নায়িকার জবাব, ‘না’। তিনি বেশ দীর্ঘ সময় ধরেই হলে গিয়ে সিনেমা দেখেন না। কিন্তু কেন? কি সেই রহস্য? জানালেন ববিতা।

কিংবদন্তি এই অভিনেত্রী বলেন, ‘ঠিক কতো বছর আগে সর্বশেষ নিজের অভিনীত সিনেমা সিনেমা হলে গিয়ে দেখেছি তা আজ আর মনে নেই। যখন চারিদিকে আমার সিনেমার জয় জয়কার, আমার সিনেমাগুলো মুক্তি পেলেই খুব ভালো ব্যবসা করত তখন হলে গিয়ে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখেছি। সেই মজাটাই ছিল আলাদা।

তবে আজ মনে পড়ছে একবার আমার অভিনীত একটি সিনেমা হলে দেখতে গিয়ে দর্শকের কাছে ধরা পড়েছিলাম। আমি বোরকা পড়ে মুখ ঢেকে সিনেমা হলে গিয়েছিলাম। মুখ ঢাকা থাকলেও হাত তো আর ঢাকা থাকত না।

এক দর্শক আমার হাত দেখেই বুঝে ফেলেছিলেন যে আমি ববিতা। পরবর্তীতে আমাকে এক নজর দেখার তার আকুতি মিনতির কাছে আমি হার মেনে যাই। মুখ থেকে কাপড় সরিয়ে তার সঙ্গে কথা বলতে হয়।

যদিও বিষয়টা আমার কাছে ভীষণ উপভোগ্য ছিল। কিন্তু নিরাপত্তার একটা ভয়ও ছিল। পুরো প্রেক্ষাগৃহে জানাজানি হলে তো বিপদ। অবশেষে বের হতে পেরেছিলাস। কিন্তু এরপর থেকে আমার আর সিনেমা হলে যাওয়া হয়নি।’

সিনেমা মুক্তি পেয়েছে, ব্যবসা সফল হয়েছে কিন্তু সেসব সিনেমা হলে গিয়ে দেখা হয়ে উঠেনি ববিতার। তিনি বলেন, ‘ভক্তদের জন্যইতো আমরা ভালো ভালো সিনেমাতে অভিনয় করি।

সেসব সিনেমা দর্শক হলে গিয়ে উপভোগ করেন। তাই দর্শকের প্রতি আজীবন ভালোবাসা আমার। এই যে এখনো দর্শকের আমাকে নতুন সিনেমায় অভিনয়ে দেখার প্রবল আগ্রহ, এটাই কিন্তু অনেক বড় বিষয়। সেদিনের স্মৃতিটাও আমার কাছে আনন্দের, স্পেশাল।’

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
ববিতাকে সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমাতে অভিনয় করতে দেখা যায়। সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পায়।