ভোলাহাটে সিনিয়র সাংবাদিক শরীফের মায়ের ইন্তেকাল

ভোলাহাট (চাঁপাইন) প্রতিনিধি: দৈনিক সোনালী সংবাদের ভোলাহাটের প্রতিনিধি ও ভোলাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে তার স্বামী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল রমিজ উদ্দিন ভেঙে পড়েছেন। মরহুমার জানাজা বজরাটেক জগৎ বেওয়া জামে মসজিদ ইদগাহ মাঠে অনুষ্ঠিত হয়ে দাফন করা সম্পন্ন করা হয়েছে।
সাংবাদিক শরীফের মায়ের মৃত্যুতে দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো: লিয়াকত আলী পত্রিকার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।