ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে বাঘায় বিক্ষোভ মিছিল

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গতকাল দুপুর ২টার দিকে ঐতিহাসিক তেতুঁলতলা থেকে বাঘা উপজেলা ওলামা পরিষদ ও তৌহিদী জনতার পক্ষ থেকে ইজরাইল কর্তৃক ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল বাঘা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে ইজরাইলের হামলার প্রতিবাদ জানিয়ে মূল্যবান বক্তব্য রাখেন বাঘা শাহী মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আশরাফ আলী ও বাঘা উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি উমর ফারুক।