ঢাকা | মার্চ ২৬, ২০২৫ - ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম

পোরশায় জামায়াতের ইফতার মাহফিল

  • আপডেট: Tuesday, March 25, 2025 - 10:25 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টগণের সম্মানে ইফতার মাহফিল করা হয়েছে।

সোমবার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দলটির উপজেলা সভাপতি মাও: সাগর আলী। প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাসির উদ্দিন।

উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন মন্ডল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি হুজ্জাতুল্লাহ শেখ, সহসভাপতি কাওসার কামাল শাহ্, জেলা শিক্ষা সম্পাদক মাও: নজরুল ইসলাম ও পোরশা বড় মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে জামায়াতের আইবিডাব্লিউএফ বিভাগের জেলা সহসভাপতি ও উপজেলা সভাপতি নুরনবী, ওলামা বিভাগের সভাপতি আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মাস্টার, প্রধান শিক্ষক একরামুল হক শাহ্, বারিন্দা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতারে অংশগ্রহণ করেন।