পুঠিয়ায় বিএনপি নেতার ইফতার বিতরণ

পুঠিয়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ইসফা খাইরুল হক শিমুলের উদ্যোগে এলাকার পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টা হতে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে বিএনপি নেতা শিমুল উপজেলার বেলপুকুর হতে বানেশ্বর বাজার পর্যন্ত দুস্থ ও পথচারীসহ সাধারণ রোজাদারদের মাঝে উন্নতমানের ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি, সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন। পরে তিনি পুঠিয়া সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামের ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এক ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করেন।
সেখানে ইফতারের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, দেশের সকল প্রয়াত বিএনপি নেতা-কর্মীসহ দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।