নেসকো শ্রমিক-কর্মচারী ইউনিয়েনের সাধারণ সভা

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জুলাই-আগস্টে গণঅভ্যূথানে শহীদদের আত্মার মাগফিরাত কামানায় নেসকো জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে সাধারণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার নেসকো কার্যালয়ে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু, শ্রমিক দলকেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, বোয়ালিয়া থানা (পশ্চিম) এর আহ্বায়ক শামসুল হোসেন মিলু, সদস্য সচিব বজলুজ্জামান মোহন, রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখী, সাধারণ সম্পদক রফিকউদ্দিন। এছাড়া ও জেলা ও মহানগর শ্রমিক দলের অন্যান্য সদস্যরা মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিলে সভাপতিত্ব করেন নেসকো জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি কামরুল হায়দার রবি। মাহফিল সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিলন শেখ।