ঢাকা | মার্চ ২৬, ২০২৫ - ৫:৪৩ পূর্বাহ্ন

নাটোরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Tuesday, March 25, 2025 - 7:55 pm

অনলাইন ডেস্ক : জেলার সদর উপজেলায় আজ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুত করার দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার দিনভর জেলা শহর ও শহরতলী এলাকায় পরিচালিত অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।

অভিযানকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় সূর্য সুইটসকে পাঁচহাজার টাকা, ষ্টেশন বাজার এলাকার ননী মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা এবং তেবাড়িয়া এলাকার মামুন বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস