নড়াইলে মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক আলোচনাসভা

অনলাইন ডেস্ক :জেলায় আজ মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ে স্মৃতিচারণ এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলা তথ্য কর্মকর্তা মো. রোস্তম আলীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এ বাকি, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানী বাহিনীর সংগঠিত গণহত্যা সম্পর্কে স্মৃতিচারণ করেন। এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের নির্মিত সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সূত্র: বাসস