ঢাকা | মার্চ ২৬, ২০২৫ - ৫:৩৫ পূর্বাহ্ন

দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে বকনা গরু বিতরণ

  • আপডেট: Tuesday, March 25, 2025 - 7:58 pm

অনলাইন ডেস্ক : জেলার সদর উপজেলায় আজ প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৩ টি পরিবারের মধ্যে একটি করে মোট ৭৩টি বকনা গরু বিতারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৩ টি পরিবারের মধ্যে এসব বকনা গরু বিতরণ করা হয়েছে।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বকনা গরু বিতরণ করা হয়।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম।

এ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. রাসেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস