ঢাকা | এপ্রিল ১, ২০২৫ - ৭:০৫ পূর্বাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির ইফতার মাহফিল

  • আপডেট: Tuesday, March 25, 2025 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজশাহীতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু ও সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক সুরুজ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ, দৈনিক উপচার পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক নুরুজ্জামান রফিক, জাতীয় সাংবাদিক সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি আলেক উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর শাখার দপ্তর সম্পাদক জাহিদ হাসান সাব্বির, রাজশাহী দূর্গাপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন, গোদাগাড়ী উপজেলা কমিটির সভাপতি সারোয়ার সবুজ, তানোর উপজেলা দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম রনি ও সদস্য মিঠুন সরকার।

দোয়া অনুষ্ঠানে রাজশাহীসহ সারাদেশের প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা এবং অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন দৈনিক উপচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মানিক।

এর আগে অতিথিরা প্রয়াত সাংবাদিকদের স্মরণে তাদের অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দসহ রাজশাহীর বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।