ঢাকা | মার্চ ২৬, ২০২৫ - ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম

জমে উঠেছে জুতার বাজার, দাম বেশি

  • আপডেট: Tuesday, March 25, 2025 - 10:24 pm

কবীর তুহিন: আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ফলে শেষ সময়ে এসে ঈদের কেনাকাটায় যেন জোয়ার এসেছে। অভিজাত শপিংমল থেকে শুরু করে ফুটপাতের দোকান, সব জায়গায় এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বাদ যায়নি নগরীর সাহেববাজার, রানীবাজার, নিউ মার্কেট ও শপিংমলগুলোও।

মঙ্গলবার সরেজমিনে নগরীর এই মার্কেটগুলোতে ঘুরে দেখা যায়, ক্রেতাদের অনেক ভিড়। ঈদের শেষ মুহূর্তে ক্রেতারা জুতা-স্যান্ডেল কিনতে ব্যস্ত সময় পার করছেন। ব্যবসায়ীরা জানান, ঈদের আর কয়েকদিন বাকি থাকায় ক্রেতারা শেষ মুহূর্তের কেনাকাটা করতে এসেছেন। তবে বেসরকারি চাকরিজীবীদের অনেকে এখনো বোনাস পাননি, ফলে তারা এখনো কেনাকাটা শুরু করেননি।

ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার জুতাসহ ঈদে প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম বেড়েছে। এর পেছনে দেশের চলমান অর্থনৈতিক সংকটকে দায়ী করছেন অনেকেই।

নগরীর ভূবনমোহন পার্ক এলাকার জুতার মার্কেটে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। কেউ নিজের দোকানে কাস্টমার ডাকছেন, কেউ কেনাকাটা করছেন। এখানে সব দোকানেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

এই মার্কেটের দোকানি বলেন, ঈদে নতুন জুতা কেনার চাহিদা সবসময়ই বেশি। ফলে আমরা ভালোই সাড়া পাচ্ছি।

মূলত দুপুরের পর থেকে ভিড় শুরু হয়। আমাদের দোকানে সব বয়সী নারী পুরুষের জুতা, স্যান্ডেল, সু ইত্যাদি পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যায়। চাঁদ রাত পর্যন্ত আমাদের এই মার্কেটে বেচাকেনা থাকবে।

নওহাটা থেকে এসেছেন স্বপরিবারে মীর তৌফিক। তিনি বলেন, আমাদের এলাকা থেকে ভূবনমোহন পার্ক এলাকায় কিছুটা কম দামে জুতা-স্যান্ডেল পাওয়া যায় বলেই পরিবারের সবাইকে নিয়ে এখানে এসেছি। তবে এখানে এসেও দেখি একই দাম। এ বছর সবকিছুর দাম কিছুটা বাড়তি।

রানীবাজার এলাকার এক ব্যবসায়ী বলেন, আমাদের ব্যবসা মূলত সিজনাল। বছরের দুইটা ঈদে যা সেল হয়। নগরীর বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে পাইকারি দামে জুতা কিনে নিয়ে তাদের এলাকায় ব্যবসা করেন।

সালমা খাতুন নামের এক ক্রেতা বলেন, জুতার দাম বেশি চাচ্ছে। মেয়ের জন্য একজোড়া কিনেছি। সবার জন্য কিনে টাকা থাকলে নিজের জন্য কিনবো।

জুতার দোকান ঘুরে দেখা যায় চামড়া, রেক্সিন, পলিফাইবার সহ বিভিন্ন জুতা রয়েছে। তুলনামূলক ছোটদের জুতার দাম কিছুটা বেশি। ৩০০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকার মধ্যে জুতা রয়েছে এসব দোকানে। নগরীর ব্র্যান্ডের শো-রুম গুলো যেমন এ্যাপেক্স বে, বাটা, অরেঞ্জ, লোটো সহ বিভিন্ন শো-রুমগুলোতে উচ্চবিত্ত ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। ব্রান্ডের শো-রুলগুলোয় জুতা-স্যান্ডেলের মূল্য ১৫শত থেকে ১০ হাজার টাকা।