ঢাকা | মার্চ ২৬, ২০২৫ - ৬:০৯ অপরাহ্ন

শিরোনাম

কাটাখালীতে লাচ্ছা সেমাই উৎপাদনকারীকে ২৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Tuesday, March 25, 2025 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: বিএসটিআই বিভাগীয় কার্যালয় রাজশাহী’র উদ্যোগে গতকাল পবা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং পণ্যের লেবেলে/মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় কাটাখালী বাজার সংলগ্ন সমসাদীপুর এলাকায় অবস্থিত আলিফ ট্রেডার্স (এ.বি লাচ্ছা সেমাই) প্রতিষ্ঠানটিকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩০০ কেজি অবৈধ মোড়ক জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। জনস্বার্থে বিএসটিআই রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Proudly Designed by: Softs Cloud