অফিস সহকারীর হাতে মুক্তিযোদ্ধা শিক্ষক লাঞ্ছিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: তিনশো টাকা স্কেলের বকেয়া বেতন বিল চাইতে গিয়ে লাঞ্ছিত হলেন সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার চৌবাড়িয়া পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শরিফ মিয়া।
সোমবার বিকালে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এর কার্যালয়ে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা জুড়ে সকল শিক্ষকসহ এলাকায় থম থম অবস্থা বিরাজ করছে।
বীর মুক্তিযোদ্ধা শরিফ মিয়া বলেন, ১৯৮৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩০০ টাকা স্কেলের বকেয়া বিল মন্ত্রণালয় থেকে পাস হয়ে আসে ৪ মাস আগে। সেই বিল চাইতে যাই শিক্ষা অফিসে গেলে বিভিন্ন সময় আমাকে হয়রানি করে।
২৪ মার্চ শিক্ষা অফিসার নুর মোহাম্মদকে বিলের কথা বলতে গেলে পাশের রুম থেকে অফিস সহকারী আ. মালেক এসেই আমাকে প্রথমে গালিগালাজ করে পরে চেয়ার দিয়ে আঘাত করে এবং কিল ঘুসি লাথি মারে।
বিষয়টি শিক্ষা অফিসারের সামনেই ঘটেছে। এ বিষয়ে ইউএনও মহোদয়কে মৌখিক ভাবে অবগত করেছি। সে লিখিতভাবে দরখাস্ত দিতে বলেছে। এ ঘটনার জন্য বীর মুক্তিযোদ্ধা ও অব. প্রাপ্ত শিক্ষক হিসেবে আমি সুষ্ঠু বিচার দাবি করছি।