ঢাকা | এপ্রিল ১, ২০২৫ - ৭:০৬ পূর্বাহ্ন

রাজশাহীতে ড্যাবের ইফতার মাহফিল

  • আপডেট: Tuesday, March 25, 2025 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কাউছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়সাল আলম, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হক, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এ কে এম শামীম ইয়াজদানি, ড্যাবের কার্য নির্বাহী সদস্য রামেক হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুনজুর রহমান, ডা. আবুল হাসনাত ও সহকারী অধ্যাপক ডা. জামিল হেদায়েতুল্লাহ এবং নাক কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুল হক অনিকসহ কলেজের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনাসহ মহান স্বাধীনতা দিবসে আত্মত্যাগদানকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।