ঢাকা | মার্চ ৩০, ২০২৫ - ১০:৫১ পূর্বাহ্ন

‘শহিদদের হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়’

  • আপডেট: Monday, March 24, 2025 - 7:50 pm

অনলাইন ডেস্ক:  উত্তরায় মুগ্ধ মঞ্চে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহিদ মুগ্ধের গর্বিত পিতা মীর মোস্তাফিজুর রহমান। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- শহিদ জসিম উদ্দিনের মামা নাসির উদ্দীন, সর্বকনিষ্ঠ শহিদ জাবির ইব্রাহিমের গর্বিত পিতা মো. কবীর হোসেন।

বক্তব্য রাখেন- শহিদ নাঈমা সুলতানার গর্বিত মা আইনুন নাহার। শহিদ রবিউল ইসলামের চাচা আহম্মদ সাঈদ, শহিদ সামিউ আমান নুরের গর্বিত পিতা মো. আমান উল্লাহ। শহিদ মো. সানজিদ হোসেন মৃধার গর্বিত পিতা মো. কবির হোসেন মৃধা।

ইফতার মাহফিলে মীর মুগ্ধর বাবা বলেন, হাজার শহিদ পরিবারের পক্ষ থেকে বলছি আমার মুগ্ধ জীবন দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে ফ্যাসিবাদের বিদায় করতে। আহত চোখ হারা, পা হারাদের অঙ্গহানির বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। এমন নির্বাচনের জন্য আমাদের সন্তানরা জীবন দেয়নি। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা এখনো সুচিকিৎসা পায়নি এর আগে কিসের নির্বাচন। আগে খুনিদের বিচার, গুমকারীদের বিচার হতে হবে।

এ সময় উপস্থিত সবাই স্লোগান ধরেন আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। ইফতার মাহফিলে গুরুতর আহত ও আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন- নোমান রেজা, ইকবাল হাসান, সাগর হাওলাদার, রবিন চৌধুরী, তানজিল রেজোয়ান, ওমর ইমু, মেহেদী আব্দুল্লাহ শাফি, শহিদ মোহাম্মদ আকাশ ব্যাপারীর মেয়ে কণা আক্তার।

উপস্থিত ছিলেন- শহিদ তাজুল ইসলামের মেয়ে জামাই মামুন, গুরুতর আহত শাহ মোহাম্মদ, আলমগীর মোহাম্মদ আলী, তোজাম্মেল হক সোহাগ, ইখতিয়ার উদ্দিন সরকার, হাফেজ মাওলানা আমিনুল হক, গুলিবিদ্ধ মো. আল-আমিন, এসএম আরিফুল ইসলাম, মো. আলী আকবর তুষার, প্রামাণিক একেএম ওবায়দুল হক, শাহরিয়ার, মান্নান, আরিফ, শহিদ ফরহাদ মিয়ার ছেলে সামিদ, শহিদ মনির হোসেনের বড় বোন সানজীদা, শহিদ আব্দুন নুরের গর্বিত পিতা আবুল বাসার,  শহিদ জসিম উদ্দিনের বড় ভাই নুরুল ইসলাম, শহিদ জাহিদুজ্জামান তানভিরের গর্বিত মা বিলকিছ জামাল, শহিদ আকাশ ব্যাপারীর পিতা আজিজ ব্যাপারী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আমার ঢাকা ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক মো. কবীর উদ্দিন মিঠু। দোয়া মোনাজাত পরিচালনা করেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠক শাহিদুর রহমান মোল্লা, কামরুল আহসান, আব্দুল্লাহ রেজা, আহসান হাবীব প্রমুখ।

মাহফিলে অর্ধশত শহিদ পরিবারের সদস্য, প্রায় এক হাজার আহত পঙ্গু এবং জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন।

Proudly Designed by: Softs Cloud