ঢাকা | এপ্রিল ১, ২০২৫ - ৬:১২ পূর্বাহ্ন

নওহাটায় ভিজিএফ চাল বিতরনের উদ্বোধন

  • আপডেট: Monday, March 24, 2025 - 11:24 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওহাটা পৌরসভায় দুই দিনব্যাপী ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে পৌরসভার গোডাউন চত্বরে পৌর এলাকার গরীব, অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ কার্যক্রমে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ও নওহাটা পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ। এ কার্যক্রমের আওতায় পৌর এলাকার ৪ হাজার ৬শ’ ২১ জন গরীব, অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হবে।

এসময় বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) রবিউল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কর নির্ধারক হাবিবুর, হিসাব রক্ষক নাসির উদ্দিন, হেলাল উদ্দিন, নূরুল ইসলাম ও উচ্চমান সহকারি বিনায়ক চক্রবর্তী।