ঢাকা | মার্চ ২৫, ২০২৫ - ১১:৪৬ অপরাহ্ন

২নং মোহনপুর ইউনিয়ন বিএনপি‘র ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট: Monday, March 24, 2025 - 1:07 am

স্টাফ রিপোর্টার: বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার কাশিমালা উচ্চবিদ্যালয় বিদ্যালয় প্রাঙ্গনে ২নং মোহনপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ, গোদাগাড়ী, রাজশাহী আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোহনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোস্তাফিজুর রহমান হেনা এবং সঞ্চালনা করেন  সৈবুর রহমান ও নাসির আহম্মেদ। এসময়আরও উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোস্তফা হোসেন ।