হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালের

অনলাইন ডেস্ক:
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশের ব্যাটার তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে সিসিইউতে আছেন তিনি।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে বুকে ব্যথা অনুভব করেন তামিম।
এরপর বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয় তাকে।
হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দু’বার হার্ট অ্যাটাক হয়েছে।
ডিপিএলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয় তামিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময় মোহামেডানের অধিনায়ক হিসেবে টসও করেছেন তামিম।
খেলা শুরুর আগে বুকে ব্যথা নিয়ে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তামিমকে।
আজ দুপুর ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৯তম বোর্ড সভা ছিল। তামিমের অসুস্থতায় সভা স্থগিত করা হয়েছে।