স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজশাহীতে সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। সোমবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়।
একই সাথে দ্রুত একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানানো হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মহিলাদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভিন টুকটুকি। তিনি বলেন, “বিরোধী দলের নেতাদের গুমের খবর জানেন তো? তিনি প্রশ্ন রাখেন, যারা অতীতে স্বৈরাচার ও দমন-পীড়নের মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছে, আজ তাদের কেন পুনর্বাসনের চেষ্টা চলছে? এ চক্রান্ত গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি। “গণঅভ্যুথানের পরে সেনা হেফাজতে থাকা ব্যক্তিদের পরিচয় প্রকাশ ও বর্তমান অবস্থা জাতি জানতে চাই।” তিনি জোর দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের সময় যেসব ব্যক্তিকে আটক করা হয়েছিল, তাদের পরিচয় এবং বর্তমান অবস্থা নিয়ে নীরবতা রহস্যজনক। জাতিকে এই তথ্য জানাতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন হাবিবুর নাহার জাপান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বেদেনা বেগম, কাঁটাখালী পৌরসভা ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার, মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ, শিক্ষার্থী ও সমাজ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এই আন্দোলন কেবল শুরু, সামনে আরও বড় কর্মসূচি আসছে।