সংসদ নির্বাচনের আন্দোলন তৃণমূল থেকে শুরু করতে হবে: শাহজাহান মিঞা

শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আন্দোলনটি নিচে থেকে আরম্ভ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।
সমন্বিতভাবে গ্রাম থেকে ওয়ার্ড পর্যন্ত পুরুষেরা যেমন সক্রিয়, ঠিক নারীদেরও সক্রিয় করতে হবে। তিনি বলেন, আমরা সকলে ওয়ার্ডমুখী হয়ে যায়। ভালো কাজ করতে বা সাংগঠনিক কাজ করতে কারো অনুমতি লাগে না।
রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর-উপজেলা বিএনপির উদ্যোগে শিবগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়াসহ অন্যরা।
এতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ।