রাজশাহীতে বিকল্প জ্বালানি পরিকল্পনা বিষয়ক আলোচনা

স্টাফ রিপোর্টার: জ্বালানি খাতের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সচেতনতা বাড়াতে পরিবর্তন-রাজশাহী, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বিডাব্লিউজিইডি-এর যৌথ উদ্যোগে সোমবার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে “বিকল্প জ্বালানি পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা”।
আলোচনা সভায় জ্বালানি খাতের বিকল্প সম্ভাবনা, স্বল্প-মেয়াদি ও দীর্ঘ-মেয়াদি পরিকল্পনা এবং টেকসই জ্বালানি ব্যবস্থার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিকল্প জ্বালানি পরিকল্পনা বিষয়ক মূল প্রবন্ধ যৌথভাবে উপস্থাপন করেন ক্লিন-এর প্রধান সমন্বয়কারী জনাব মাহবুব আলম প্রিন্স এবং প্রচারাভিযান সমন্বয়কারী সাদিয়া রওশন অধরা।
সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজশাহী মহিনুল হাসান, সভায় অতিথি ছিলেন ডিজিএম, পল্লী বিদ্যুৎ বোর্ড, রাজশাহী, সপ্তর্ষী পাল, নির্বাহী প্রকৌশলী, নেসকো মোঃ মাহবুবুল হক, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডঃ এএনকে নোমান, এবং সাধারন সম্পাদক, ক্যাব রাজশাহী গোলাম মোস্তফা মামুন। উক্ত অনুষ্ঠানে সভা-সঞ্চালনার দায়িত্ব পালন করেন নির্বাহী পরিচালক, পরিবর্তন-রাজশাহী রাশেদ ইবনে ওবায়েদ রিপন।