মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য: জামায়াত নেতা লিটন

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য।
ইসলাম বিজয়ী হবেই হবে, সেটা আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়াই। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সংগ্রামে অংশগ্রহণ করা।
এছাড়াও আগামীতে বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা কাজে লাগাতে তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানান নুরুজ্জামান লিটন।
সোমবার বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে মোল্লাপাড়া ইক্ষু সেন্টার মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারি বাবুল হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আহমদ উল্লাহ ও পুঠিয়া উপজেলা আমির মাওলানা মনজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা তাহের হুদা রঞ্জু ও শিলমাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ।