ঢাকা | মার্চ ২৫, ২০২৫ - ১১:৩৩ অপরাহ্ন

ভলিবল একাডেমীর ইফতার মাহফিল

  • আপডেট: Monday, March 24, 2025 - 12:51 am

স্পোর্টস ডেস্ক: ভলিবল একাডেমীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   রোববার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভা কক্ষে ভলিবল একাডেমীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে জেলা ক্রীড়া অফিসার মো: জাহাঙ্গীর হোসেন ডলার প্রধান অতিথি‘র বক্তব্যে বলেন, দেশব্যাপী জেলা পর্যায়ে রাজশাহী নারী ভলিবল দলের সুনাম রয়েছে।

আমি এই নারী ভলিবল দলের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। তিনি আরো বলেন, আমি নারী দলের একটি প্রশিক্ষণের উদ্যোগ নিব।

তিনি নারী খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলার বিষয়ে তোমাদের যে কোন সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করবো। ইফতার অনুষ্ঠানে নারী ভলিবল দলের প্রশিক্ষক খন্দকার মমিনুর রশিদ বাবু বলেন, এই ভলিবল একাডেমি থেকে আমার প্রশিক্ষণে বর্তমানে ৩জন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দলে নিয়মিত খেলছেন।

অতীতেও বেশ কয়েকজন নারী খেলোয়াড় বাংলাদেশ জাতীয় ভলিবল দলের হয়ে অংশ নিয়েছিল। এসময় তিনি আরো বলেন, আমাদের একাডেমীতে আরো প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, এরাও ভবিষ্যতে বাংলাদেশ দলের হয়ে খেলায় অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ভলিবল দলের খেলোয়াড় আশা, টুম্পা ও সম্পা।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ভলিবল ও ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় পান্না ঘোষ সহ একাডেমীর খেলোয়াড়বৃন্দ।