বিভিন্ন সংগঠনের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: গতকাল রোববার রাজশাহীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ
নগরীতে ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ’ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল রোববার অনুষ্ঠিত হয়। নগরীর একটি চাইনিজ রেস্তোরায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদের সভাপতি মাহবুব সিদ্দিকী।
‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদের সাধারণ সম্পাদক সোহেল মাহবুব এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর রফিকুল ইসলাম, রাজশাহী বারের সভাপতি আবুল কাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ, রিডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, ডাক্তার আফজালুর রহমান সিদ্দিকী মুকুল, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার।
এতে উপস্থিত ছিলেন রাজশাহী কোর্টের জিপি এ্যাড. মাইনুল আহসান পান্না, রাজশাহী বারের সাধারণ সম্পাদক জমশেদ আলী, রাজশাহী বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার ডীন প্রফেসর মোহাম্মদ আলী, বাণিজ্য অনুষদের চেয়ারম্যান ড. দিল আরা, রাকাবের এজিএম মোস্তাক রহমানসহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক সুশীল সমাজের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফেসর সামিউল ইসলাম।
পরে ‘গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদের সদস্য যাঁরা রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্ন বিভাগের দায়িত্ব পেয়েছেন তাঁদের কে সম্মাননা জানানো হয়।
জামায়াতে ইসলামী
পবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে “উত্তম চরিত্র গঠনে পবিত্র মাহে রমজানের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল দর্শনপাড়া কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.আবুল কালাম আজাদ।
এসময় জামায়াতে ইসলামী দর্শনপাড়া ইউনিয়নের সভাপতি মো. মুর্শেদ আলী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণহার থানা আমীর অধ্যাপক আব্দুর রহিম ও নায়েবে আমীর রফিকুল ইসলাম, হুজরীপাড়া ইউনিয়ন আমীর রাসেল রহমান লিটন, দর্শনপাড়া ইউনিয়ন সহসভাপতি আব্দুল জব্বার, সেক্রেটারি মফিজ উদ্দিন সাগর, জামিয়া দারুল আমান মাদরাসার চেয়ারম্যান ও দর্শনপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা হাসান মামুন, থানার যুব বিভাগীয় সেক্রেটারি সারোয়ার জাহান সহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।