পোরশায় চারটি দোকান পুড়ে ছাই

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বেজোড়ার মোড়ে ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ছাওড় ইউনিয়নের বেজোড়া বাজারের জয়নাল মিয়ার পোল্ট্রি মুরগির দোকান, আকবরের খড় ক্রয়-বিক্রয় এর দোকানঘর, তরিকুলের ইলেক্ট্রনিক্্েরর দোকান ও বাবুলের সাইকেল মেরামতের দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।
দোকান চারটিতে প্রায় সাড়ে ১ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। পরে খবর স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিভান। ততক্ষণে দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয়রা জানান।
পোরশা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার জহুরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকানগুলি পুড়েছে। তবে তারা আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে আগুন নিভিয়েছেন। এতে আংশিক জিনিসপত্র পুড়েছে এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল তারা উদ্ধার করেছেন।