ঢাকা | এপ্রিল ৩, ২০২৫ - ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়ানো হয়েছিলো: মিলন

  • আপডেট: Monday, March 24, 2025 - 10:43 pm

স্টাফ রিপোর্টার: পবার হড়গ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বাংলাদেশ স্বাধীন করা হয়েছে অরাজনৈতিক ব্যক্তিদের তাবেদারি ও হুকুম শোনার জন্য নয়।

কারণ রাজনৈকি নেতৃবৃন্দ আইন প্রণয়ন করেন আর তা বাস্তবায়ন করেন সরকারের অন্যান্য প্রতিষ্ঠান। দেশ কিভাবে চলবে তা জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, বর্তমানে উদ্যোগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন বাহিনীর প্রধানগণ রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতাদের ডেকে বিভিন্ন ধরেনের নির্দেশনা প্রদান করছেন। এটা কোনভাবে রাজনৈতিক দল ও জনগণ মেনে নেবে না। ঐ আমলা ও পতিত সরকারের দোসরদের হুকুম শোনার জন্য ছাত্র-জনতা আবার দেশকে স্বৈরাচারমুক্ত করেনি।

১৯৭১ সালে একবার যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত দেশকে স্বাধীন করা হয়েছিলো। তেমনি স্বৈরাচারকে হটিয়ে আবারও দেশকে স্বাধীন করা হয়েছে। এখন একটি সুন্দর দেশ বিনির্মানে কাজ করতে হবে।

পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। হড়গ্রাম ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাইনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামাদ্দিন বুড়া ও সাংগঠনিক সম্পাদক কাউসার আলীর সঞ্চালনায় রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।