পবায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে বকনা গরু ও খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার: পবায় বকনা গরু বিতরণ করা হয়েছে। সোমবার ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদের উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগিদের মাঝে বকনা গরু ও খাদ্য বিতরণ করা হয়।
পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ’র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এসব গরু বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতোয়ার রহমান, পবা উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা সামশুন্নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সুব্রত কুমার সরকার। এদিন ৩৪টি বকনা গরুর সাথে সাথে সুফলভোগিদের মাঝে প্রথম ধাপে ১০০ কেজি করে খাদ্য প্রদান করা হয়। দ্বিতীয় আরো ৭৯ কেজি ৬শ’ গ্রাম খাদ্য প্রদান করা হবে।