পত্নীতলায় দিবর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ইফতার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় নজিপুর ফ্রেন্ডস ক্লাবের অঙ্গ সংগঠন দিবর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে চকসোনাতন মল্লিকপুর উম্মুলখায়ের ক্বওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় হামদ-নাত ও ক্বিরাত প্রতিযোগিতা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টায় পত্নীতলা উপজেলার চকসোনাতন মল্লিকপুর উম্মুলখায়ের কওমিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হামদ-নাত ও ক্বিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় কোরআন তিলাওয়াতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজিপুর ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু শাহারিয়ার সিদ্দীকি শান্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব।
প্রতিযোগিতা শেষে তিন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।