পত্নীতলায় ট্রাক্টর-পিক-আপ সংঘর্ষে ট্রাক্টর চালক নিহত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পিক-আপ-ট্রাক্টর সংঘর্ষে প্রতাপ সিং (২১) নমের একজনের মৃত্যু হয়েছে।
নিহত প্রতাপ শিং সাপাহার উপজেলার জামান নগর গ্রামের সুধা শিং এর ছেলে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়,
সোমবার সকাল অনুমান ৬টার দিকে নজিপুর-সাপাহার সড়কের মল্লিকপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নজিপুর দিক থেকে আসা বালু বোঝাই কাকড়া নিয়ে সাপাহার যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্র পেছন থেকে ডাব বোঝাই মিনি ট্রাক সজোরে ধাক্কা দিলে কাঁকড়া ড্রাইভার গাড়িসহ খাদের ভিতর পরে গুরতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
অপরদিকে মিনিট্রাকে থাকা ডাবের মালিক সাপাহার উপজেলার পিছলডাঙ্গা মালপাড়া গ্রামের ফাইজ উদ্দীনের ছেলে ফইম উদ্দিন (৬০) বাম হাতে ও মাথায় গুরতর আঘাত প্রাপ্ত হয়।
সংবাদ পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস ইউনিট নিহত ও আহতদেরকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
কর্তব্যরত চিকিৎসক প্রতাপকে মৃত ঘোষণা করেন। এসময় আহদের চিকিৎসা দেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ট্রাক্টর ও পিকাপ জব্দ করা হয়েছে।