ঢাকা | মার্চ ২৬, ২০২৫ - ৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে ছেলেদের পোশাকের বাজার জমজমাট

  • আপডেট: Monday, March 24, 2025 - 11:40 pm

কবীর তুহিন: কদিন পরেই ঈদুল ফিতর। এরই মধ্যে জমে উঠেছে রাজশাহী’র ঈদবাজার। ঈদের কেনাকাটায় ছোট-বড়, ধনী-গরিব কেউ পিছিয়ে নেই। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় মার্কেট ও বিপণী-বিতানগুলোতে।

সোমবার সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত নগরীর ফুটপাত থেকে অভিজাত শপিংমল পর্যন্ত সবখানে চলছে কেনাকাটা। প্রতিটি মার্কেটে পুরুষ ক্রেতাদের ভিড় লেগে আছে।

গনকপাড়া মোড়, আরডিএ মার্কেট, নিউ মাকের্ট, দামী পোশাকের শো-রুমগুলোর মধ্যে ইজি, জেন্টেল পার্ক, লারিভ, টুয়েলভ, আড়ং, ইনফিনিটি, র্স্পাক গিয়ার, সারা, ইয়লো সহ বিভিন্ন শো-রুম গুলোতে অল্প বয়সী ছেলেদের ভিড় লক্ষ্য করা গেছে।

ক্রেতাদের অভিযোগ, একই পণ্য অন্য সময়ে যে দামে কিনতে পারি সেই পণ্য ঈদের সময় বাড়তি দামে কিনতে হচ্ছে। ২শত থেকে ৩শত টাকা অধিক দিয়ে ঈদের পোশাক কিনতে হচ্ছে আমাদের। ইজি ব্রান্ডের ম্যানেজার বলেন, আমাদের শোরুমে বেশিরভাগই বড়দের পোশাক।

ঈদকে সামনে রেখে ক্রেতাদের আকর্ষণ বাড়াতে নতুন নতুন কালেকশন রাখা হয়েছে। সাড়া পাচ্ছিও ভালো। টি-শার্ট ও শার্ট বেশি বিক্রি হচ্ছে। চাঁদরাত পর্যন্ত এমন ভিড় থাকবে বলে প্রত্যাশা তার।

নগরীর গনকপাড়া এলাকায় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও সাধারণ মানুষ কেনাকাটার জন্য এসব মার্কেটকে বেছে নিচ্ছেন। আর যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য ফুটপাতই ভরসা। এর ফলে বিক্রির কমতি নেই ফুটপাতেও।

নগরীর বেশ কয়েকজন পোশাক বিক্রেতা জানান, সকাল ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রচুর লোকের সমাগম হচ্ছে মার্কেটগুলোতে। ক্রেতারা নিজের পছন্দ অনুযায়ী শার্ট ও প্যান্ট, পাঞ্জাবিসহ অন্যান্য জিনিস কিনছেন।

গনকপাড়া মার্কেটের এক বিক্রেতা বলেন, আমি মূলত অল্প বয়সী ছেলেদের পোশাক বিক্রি করি। যেমন জিন্স প্যান্ট, গ্যাবাডিনের প্যান্ট, শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি বিক্রয় করি।

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বছরের তুলনায় বেচাকেনা কিছুটা কম। তিনি আরো বলেন, এবার বাজারে জিন্স প্যান্ট ৬শত থেকে ৫হাজার টাকা, শার্ট ৫শ থেকে ৩ হাজার টাকা, টি-শার্ট ৭শ থেকে সাড়ে তিন হাজার টাকা, গেঞ্জি ৫ শ থেকে ২ হাজার টাকা, পাঞ্জাবি ৭শ থেকে ৪ হাজার টাকা মূল্যে বিভিন্ন মার্কেটে বিক্রয় হচ্ছে।

নগরীর দামী ব্রান্ডের বিক্রেতারা জানান, ব্রান্ডের প্রতিটি পোশাকের মূল্য তুলনামূলক বেশি। ব্রান্ডের শো-রুমগুলোতে জিন্স প্যান্ট ১৫শ থেকে ১০ হাজার টাকা, শার্ট ১৫শ থেকে ৫ হাজার টাকা, টি-শার্ট ১৫ শ থেকে ৪ হাজার টাকা, গেঞ্জি হাজার টাকা থেকে ৩ হাজার টাকা, পাঞ্জাবি ২ হাজার থেকে ৮ হাজার টাকায় বিক্রয় হচ্ছে।

তানোর থেকে ঈদের কেনাকাটা করতে এসে কলেজ শিক্ষার্থী সোহাগ বলেন, সারাবছর জামা কাপড় কিনলেও ঈদে নতুন জামা না কিনলে হয় না। আমরা প্রতিবছর রাজশাহীতে এসে নিজের এবং ছোট ভাইয়ের জন্য ঈদের পোশাক কেনাকাটা করি। কিন্তু জামা কাপড়ের দাম তুলনামূলক বেশি।