তামিমের অসুস্থতার খবরে ‘ব্যথিত’ হামজা

অনলাইন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে এখন সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
সোমবার (২৪ মার্চ) সকালে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে মাঠে নামার আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলে হার্টে ব্লক ধরা পড়ে। সেখানকার চিকিৎসকরা তার হার্টে রিং পরানোর তামিমের অবস্থা কিছুটা স্থিতিশীল।
তামিমের অসুস্থতার খবর পেয়ে তার সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তার সতীর্থরা। বাদ যাননি তারকা ফুটবলার হামজা চৌধুরীও।
একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেন, ‘এই সংবাদ আমাকে খুব ব্যথিত করেছে। তামিম ও তার পরিবারের জন্য শুভকামনা। ইনশাল্লাহ, সে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে।’
এদিকে তামিমের জন্য দোয়া চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তার জাতীয় দলের সতীর্থ পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।
তাসকিন লিখেছেন, ‘তামিম ইকবাল ভাই, সাভারের বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে। এই কঠিন সময়ে সবাই দোয়ায় রাখবেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।’
মিরাজ লিখেছেন, ‘তামিম ভাইয়ের, আপনার দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রত্যাশা করি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমাদের ভাবনা ও দোয়া আপনার সাথে আছে।’
লিটন দাস লিখেছেন, ‘তামিম ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে।’
মাশরাফি লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে-ইনশাল্লাহ।’