ঢাকা | এপ্রিল ১, ২০২৫ - ১২:৫৮ পূর্বাহ্ন

বাগাতিপাড়ায় বিঢ়ল মেছো বিড়াল উদ্ধার

  • আপডেট: Monday, March 24, 2025 - 10:28 pm

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরে বাগাতিপাড়ায় দু’টি বনবিড়াল’র বাচ্চা উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয়রা উপজেলার হাটদৌল এলাকার মাঠে একটি ভূট্টা খেত থেকে বনবিড়াল’র বাচ্চা দুটিকে উদ্ধার করেন।

পরে বাচ্চা দু’টিকে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যদের মাধ্যমে রাজশাহীর বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

বিবিসিএফ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, বিবিসিএফ এর সদস্যরা বন্যপ্রাণি সংরক্ষণে দেশব্যাপী কাজ করছেন।এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বন্যপ্রাণির ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোকপাত করেন।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত বনবিড়ালটি প্রায় বিলুপ্তির পথে। এই বিড়ালকে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বলা  হয়। এরা লোকালয়ের আশেপাশে থাকে। এরা কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি খায়। ধারণা করা হচ্ছে খাবার খোঁজেই বিড়াল দু’টি লোকালয়ের আশেপাশে ঘুরাঘুরি করছিল।

খাঁচার ভেতর বন্ধ করে রাখা বন বিড়াল দু’টিকে দেখায় চিতা বাঘের বাচ্চার মনে করেন অনেকে। চিতা বাঘের বাচ্চা ধরা পড়েছে মর্মে খবর ছড়িয়ে পড়লে অসংখ্য দর্শকের সমাগম ঘটে।

বনবিড়াল উদ্ধার ও হস্তান্তরে সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা, মোস্তাফিজুর রহমান, আশুরা জান্নাত প্রমুখ।