ঢাকা | মার্চ ২৫, ২০২৫ - ৯:১৭ অপরাহ্ন

শিরোনাম

রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্স দুই লাখ মানুষের ভরসা দুইজন চিকিৎসক

  • আপডেট: Sunday, March 23, 2025 - 10:35 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সঙ্কটের কারণে মাত্র দুইজন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্য সেবা।

একটু জরুরি রোগী হলেই তারা পাঠিয়ে দিচ্ছে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে প্রায় ৩ মাস ধরে সিজারসহ নানা ধরনের ছোট খাটো অপারেশন বন্ধ। উপজেলার প্রায় ২ লাখ মানুষের চিকিৎসা সেবা এখন ঝুঁকিতে। নির্ধারিত পদের বিপরীতে চিকিৎসক না থাকায় রাণীনগরবাসী তাদের কাঙ্খিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

৩১ শয্যা থেকে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার উন্নত করা হলেও জনবল সঙ্কটের কারণে স্বাস্থ্য সেবার মান ভেস্তে যেতে বসেছে।  মেডিক্যাল অফিসারের ১৭টি পদের মধ্যে ১৫টি পদ শূন্য রয়েছে। অফিস চলাকালিন সময়ে শুধু হাসপাতালের বর্হিবিভাগে প্রতিদিন প্রায় ৩শ থেকে ৫শ রোগীর ভিড়ে চিকিৎসা প্রদান করতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, রাণীনগর উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা পরিষদ স্থাপিত হওয়ার পরেই ১৯৮৪ সালে পশ্চিম বালুভরা মৌজায় ৬.২৫ একর জমি সরকার অধিগ্রহণ করে প্রথমে ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করে।

জনসংখ্যা বৃদ্ধির সাথে তাদের চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে প্রদান করার লক্ষে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ২০১২ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নত করার লক্ষে ১৯ শয্যা বিশিষ্ট তিনতলা ভবন নির্মাণ করা হয়।  প্রতিদিন বর্হি বিভাগে প্রায় ৩ শ থেকে  ৫শ জন রোগী চিকিৎসা নিতে আসে।

এর মধ্য থেকে প্রায় ২০ জনের মত রোগী সুচিকিৎসার জন্য ভর্তি করাতে হয়। চিকিৎসক সঙ্কটের কারণে বহিঃ বিভাগ এবং আন্তঃবিভাগে আশানুরূপ চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কে এইচ এম ইফতেখারুল আলম খান জানান, মেডিক্যাল অফিসারের ১৭টি পদের মধ্যে ১৫ টি পদ শূন্য রয়েছে।

চিকিৎসক সঙ্কটের কারণে প্রায় ৩ মাস ধরে অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। অন্যান্য বিভাগেও নির্ধারিত পদের বিপরীদে জনবল সঙ্কট রয়েছে। তারপরও  রাণীনগর বাসির যথাযথ চিকিৎসা সেবা দিতে আমাদের পেশাদ্বারিত্বের কোন ঘাটতি নেই। প্রয়োজনীয় অসুবিধাগুলো সমাধানের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ সহযোগিতা পেলে রাণীনগরবাসী আরও মান সম্পন্ন স্বাস্থ্য সেবা পাবে।