ঢাকা | মার্চ ২৪, ২০২৫ - ৫:০৮ পূর্বাহ্ন

রাজশাহীতে বিভিন্ন সংগঠনের ইফতার

  • আপডেট: Sunday, March 23, 2025 - 12:47 am

স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার রাজশাহীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

জামায়াতে ইসলামী

শনিবার বিকালে দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, রমজানের শিক্ষা ও আল্লাহ ভীতির চেতনা লালন করতে হবে।

সঠিক নীতি-নৈতিকতা মেনে চললে সমাজে দুর্নীতি ও অনিয়ম থাকবে না। জামায়াতে ইসলাম অতীতে দায়িত্ব পালনের মাধ্যমে সততা ও দক্ষতার প্রমাণ দিয়েছে। ভবিষ্যতে সুযোগ পেলে দেশ পরিচালনায়ও তা প্রতিফলিত হবে।

হুজরীপাড়া ইউনিয়ন আমির রাসেল রহমান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী রাজশাহী জেলার নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক, রাজশাহী মহানগরী ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, কর্ণহার থানা আমির অধ্যাপক আব্দুর রহিম, সাংবাদিক ও সমাজসেবক মেসেবাহউল আলম দিনার, রাজশাহী মহানগরী শুরা সদস্য বাবর আলী লিটন। এসময় কর্ণহার থানা ছাত্র শিবিরের সভাপতি  মোস্তাকিম এর সঞ্চলনায় উক্ত সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কর্ণহার থানা নায়েবে আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা এনামুল হক প্রমুখ।

বাংলাদেশ শিক্ষক সমিতি

রাজশাহীতে বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর অভিজাত এক কমিউনিটি সেন্টারে ‘বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারে সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক রকিউল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য  গোলাম সোরয়ার স্বপন।

বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার সদস্য সচিব জাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভাইস প্রেসিডেন্ট অ্যাড. পারভেজ তৌফিক জাহেদী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজশাহী সাধারণ সম্পাদক অ্যাড. রইসুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহানগর পিপি অ্যাড. আলী আশরাফ মাসুম। সম্মানিত অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন, উপদেষ্টা বাবর হোসেন সরকার ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান। উপস্থিত ছিলেন রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

সুকর্ণা গ্রুপ

নগরীর স্বনামধন্য প্রতিষ্ঠান সুকর্ণা গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর এক হোটেলে প্রতি বছরের ন্যায় এবারো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে  সুকর্ণা ডেভেলপার-এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলামের সভাপতিত্বে ও  পরিচালক শামীমুল ইসলাম মুনের পরিচালনায় উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অন্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সুকর্ণা ডেভেলপার-এর পরিচালক আব্দুল মান্নাফ, খন্দকার ইশতিয়াক আহমেদ, ওয়াসিফ ইসলাম, খন্দকার তাওহীদ ইসলাম, কবীর হোসেনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মচারীরা।

ইফতারের পূর্বে দোয়া করা হয়। উল্লেখ্য, ১৯৯৮ সালে হোটেল সুকর্ণা ইন্টান্যাশনাল দিয়ে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বর্তমান এই প্রতিষ্ঠানটি সুকর্ণা গ্রুপে পরিণত হয়েছে। বর্তমানে সুকর্ণা গ্রুপে রয়েছে, সুকর্ণা ডেভেলপারস, সুকর্ণা কনসালটেন্টস ও সুকর্ণা কংক্রিট প্ল্যান্ট ও হোটেল সুকর্ণা  ইন্টারন্যাশনাল।