মসজিদের ইমামকে পেটানোর অভিযোগে বাবা ও দুই ছেলে কারাগারে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পূর্ব বিরোধের জের ধরে মাওলানা আজিজুর রহমান (৫৬) নামে এক মসজিদের ইমামকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত বাবা ও দুই ছেলেকে আটক করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সকালে উপজেলার জোনাইল ইউনিয়নের বোর্ণি গ্রামে এ ঘটনা ঘটে। মাওলানা আজিজুর রহমান বোর্ণি গ্রামের বাসিন্দা ও স্থানীয় মসজিদের পেশ ইমাম।
এ ঘটনায় আটকরা হলেন-বোর্ণি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৫৫) তার বড় ছেলে ইউসুফ আলী (৩০) ও ছোট ছেলে সাব্বির হোসেন (২০)। থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আজিজুর রহমান বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় পূর্ব বিরোধের জের ধরে ইসমাইল ও তার ছেলেরা লাঠিসোটা দিয়ে তাকে এলোপাথাড়ি মারপিট করে।
এ সময় বাড়ির মহিলারা তাকে উদ্ধারে এগিয়ে এলে তাদেরকেও লাঞ্চিত করে তারা। পরে মারপিটের এক পর্যায়ে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় তারা। পরে স্বজনরা তাকে উদ্ধার বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে অভিযুক্ত ইসমাইল হোসেনের ভাই লোকমান হোসেন বলেন, জমিসহ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। মারপিটের মত কোন ঘটনা ঘটেনি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।