ঢাকা | মার্চ ২৪, ২০২৫ - ৫:৩৬ পূর্বাহ্ন

বিএমডিএ কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও ইফতার মাহফিল

  • আপডেট: Sunday, March 23, 2025 - 12:43 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভূক্ত সংগঠন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রাজঃ২০৮৮) এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম (অতিরিক্ত সচিব)। এর আগে সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রাজঃ২০৮৮) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার শুরুতে এক মিনিট নিরবতা ও সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য দোয়া করেন।

বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর’র সহকারী পরিচালক ও পর্যবেক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মহানগর শ্রমিকদল রোকনুজ্জামান মানিক, মজিবুর রহমান সভাপতি (রাজঃ২০৮৮), মিজানুর রহমান ফারুক সাধারণ সম্পাদক (রাজঃ২০৮৮)। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ’র (রাজঃ২০৮৮) এর সিনিয়ার উপদেষ্টা ও প্রশাসনিক কর্মকর্তা আবুল কাসেম।

এসময় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক (অবসরপ্রাপ্ত), তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, তত্ত্বাবধায়ক  প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম, রাজ:২০৮৮এর সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, নুরুজ্জামান ইসলাম, শফিকুল ইসলাম, আহসান উল্লাহ, শাহীন পারভেজ, মেহেদী হাসান সদস্য সহ  বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলী, কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারী ও দেশবাসীর জন্য বিশেষ