ঢাকা | মার্চ ২৪, ২০২৫ - ৫:৫৩ পূর্বাহ্ন

ছয় শতাধিক শিক্ষক কর্মচারীর মানবেতর জীবন যাপন

  • আপডেট: Sunday, March 23, 2025 - 12:38 am

৬৩ শিক্ষা প্রতিষ্ঠানের বেতন বন্ধ:

বাঘা প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেতন খাত থেকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে বেতন স্থানান্তর সমস্যায় ৬৩ শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষক কর্মচারীর তিন মাস থেকে বেতন বন্ধ রয়েছে।

এতে শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। বিষয়টি সুরাহার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ দপ্তরে দপ্তরে ঘুরেও সুফল পাচ্ছেন না। তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের ট্রেড শিক্ষক মঞ্জুর মুক্তাদির বলেন, পরিবারে স্ত্রী সন্তান নিয়ে তিন মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছি। এরপর চলছে রমজান মাস।

রোজা রেখে ইফতারটাও ভাল ভাবে করতে পারছি না। আর কয়েক দিন পর ঈদ। এখন পর্যন্ত স্ত্রী, সন্তানের জন্য কোন পোশাক কিনে দিতে পারেনি। ঈদের আগে বেতন পাবো কি-না কিছুই বুঝতে পারছি না। তবে এ বিষয়ে ঈদের আগে এর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে তকিনগর আইডিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীরা ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন।

এরপর জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন পায়নি। সারা দেশে ৬৩ শিক্ষা প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষক কর্মচারীর তিন মাস থেকে বেতন বন্ধ রয়েছে। এরমধ্যে আমার প্রতিষ্ঠানের ২৮ জন শিক্ষক ও কর্মচারি বেতন বন্ধ রয়েছে। ঈদের আগে শিক্ষক কর্মচারীদের বেতন দিয়ে দ্রুত এর সমস্যার সমাধান দাবি করেন তিনি।