চাঁপাইয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসাররা নবম গ্রেড বাস্তবায়নসহ বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেছেন।
রোববার দুপুরে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সরকার রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক দুরুল হোদার নেতৃত্বে একদল অফিসার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, ১৯৯৪ সাল থেকে ২০২২ পর্যন্ত এই দপ্তরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পিটিআই সুপারিন্টেন্ডেন্ট পদটি নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে এবং পিটিআই ইন্সট্রাক্টর পদটি ৩য় শ্রেণি থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে।
এছাড়াও উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের সমগ্রেডের কর্মকর্তাগণ এই সুদীর্ঘ ৩০ বছরে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ হয়েছে। কিন্তু দীর্ঘ ৩০ বছর ধরে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি ১০ম গ্রেডেই অপরিবর্তিত রয়েছে। বর্তমানে উপজেলা/থানা সহকারী শিক্ষা অফিসার এর অনুমোদিত পদসংখ্যা ২৬০৭টি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারে এর পদসংখ্যা ৫১৬টি।
উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার-এর পদ সংখ্যা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার-এর পদ সংখ্যার পাঁচ গুণেরও বেশি। নিয়োগবিধি অনুযায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদেও ৫০% হিসেবে ২৫৮টি পদে প্রতি ১০ জনে ১ জন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দীর্ঘ ২০/২৫ বছর যাবৎ একই পদে বহাল রয়েছেন।
এমনকি অধিকাংশ কর্মকর্তা একই পদে থেকে অবসরে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে হতাশা সৃষ্টি এবং কর্মস্পৃহা হ্রাস পাচ্ছে। পদমর্যাদা বৃদ্ধি করা হলে পদোন্নতির প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে এবং কর্ম উদ্দীপনা বৃদ্ধি পাবে।
জনবল বিবেচনায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদটি ৯ম গ্রেডে উন্নীত করা একান্ত প্রয়োজন।