ঢাকা | মার্চ ২৫, ২০২৫ - ৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

  • আপডেট: Sunday, March 23, 2025 - 10:42 pm

চাঁপাই ব্যুরো শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবপুকুর- মোবারকপুর সড়কের বিশ্বরোড নামক স্থানে ট্রলির সাথে বাইসাইকেলের সংঘর্ষে বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর-চাইপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোজাম্মেল হক (৬৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল সোয়া ১০টার সময় মোবারকপুর ইউনিয়নের কানসাটগামী একটি বালুবোঝাই ট্রলির সাথে মোবারকপুরগামী একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, দুঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ঘটনার পর ট্রলিচালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।