গোদাগাড়ীতে চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলাম আলীর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার বিকালে উপজেলার ফরাদপুর গ্রামে এ কর্মসূচি পালিত হয়। এর আগে বৃহস্পতিবার গোগ্রাম ইউপি কার্যালয় থেকে পাচারকালে ভিজিএফের ২ হাজার ৬৩২ কেজি চাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ গোগ্রাম ইউনিয়নের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে দুস্থদের জন্য বরাদ্দকৃত এসব চাল জব্দ করেন।
এ ঘটনার পর গোগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলাম আলী গা ঢাকা দিয়েছেন। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি মামলা হয়েছে। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, সুযোগ পেলেই সরকারি বরাদ্দ আত্মসাৎ করেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসলাম আলী।
তিনি ফরাদপুর এলাকায় একটি ঐতিহ্যবাহী বটগাছ কেটে বিক্রি করে দিয়েছেন। এবার তিনি দুস্থদের চাল পাচার করে দিয়েছেন। প্রশাসন এই চাল উদ্ধার করেছে। মানববন্ধনে এলাকাবাসী বলেন, দ্রুত আসলাম আলীকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে অপসারণ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফরাদপুর জিয়া পরিষদের সভাপতি বাবুল হোসেন। এসময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা সোহেল রানাসহ আরও অনেকে বক্তব্য দেন।